কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মিয়া মুসলিমদের রাজ্য দখল করতে দেব না বললেন হিমন্ত, পাল্টা সিব্বাল

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: মিয়া’দের রাজ্য দখল করতে দেব না। অসম বিধানসভায় দাঁড়িয়ে দৃপ্তকণ্ঠে ফের একবার মুসলিম বিদ্বেষ পোষণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। জানা গেছে, মঙ্গলবার রাজ্যে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত যুবকের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এহেন মন্তব্য করেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিদ্বেষী এই মন্তব্যের জেরে বুধবার সরব হন কাপিল সিব্বাল। তিনি জানান, অসম সরকারের ‘মিয়া মুসলিম’ মন্তব্য সরাসরি বিশেষ এক সম্প্রদায়’কে টার্গেট করে বলা হচ্ছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে বিজেপি ক্রমান্বয়ে ধর্মীয় বিদ্বেষের বিজ ছড়িয়ে দিচ্ছে।যা আগামী প্রজন্ম’কে অন্ধকারের দিকে ঠেলে দেবে। ‘সাধারণত বাংলাভাষী মুসলিমদের অনেকেই মিয়া বলে আখ্যায়িত করে থাকেন সে রাজ্যে। তবে কালের ফেরে অসমের অবাঙালিরা এই  ‘মিয়া’ শব্দটা’কে বর্তমানে  গালি স্বরূপ ব্যবহাহিমন্ত বিশ্বশর্মা  এদিন আরও বলেন, ‘নিম্ন অসমের মানুষ অবধ অসমে যাবে কেন? মিয়া মুসলিমরা গোটা অসম দখল করতে চাই। তা আমি হতে দেব না। যা করার করে নিন’।  বলা বাহুল্য, মোদি শাসনামলে দেশেজুড়ে বেড়ে চলেছে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মেরুকরণ , বিভেদ-বৈষম্যের বিষ। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চক্রান্ত করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অনাচার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এ দেশে। তারই জলন্ত উদাহরণ বিজেপি শাসিতসাম্প্রতিক বছরগুলিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি ঘৃণামূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘৃণাভাষণ প্রচারের নিরিখে এগিয়ে থাকা তিন রাজ্যের মধ্যে তিনটি বিজেপি শাসিত। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে যতগুলি ঘৃণামূলক ভাষণের ঘটনা ঘটেছে, তার ৪৩ শতাংশই ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র।