জয়পুর, ২৮ আগস্ট: কলকাতায় আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ এর দাবিতে সোচ্চার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের মানুষের পাশে থাকার দাবিতে তৃণমূল সরকারের শাসনব্যবস্থার দিকে আঙুল তুলে সোচ্চার হয়েছে বিজেপি সরকার। বিজেপির এই ধরনের ন্যক্কারজনক রাজনীতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না তা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে বুধবার বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই রাজস্থানের যোধপুরে সরকার পরিচালিত হাসপাতালের মধ্যে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় দুজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যোধপুরে অবস্থিত সরকারি মহাত্মা গান্ধি হাসপাতাল। সেই হাসপাতাল চত্বরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হয়। এদের মধ্যে একজন হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী।
প্রতাপ নগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অনিল কুমার জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় মায়ের বকুনিতে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। তার পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয়। সোমবার সুরাসাগর থানায় মেয়ের নামে নিখোঁজের ডায়েরি করেন তারা। পুলিশ সূত্রে খবর, হাসপাতাল চত্বরে ওই নাবালিকা ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে। তার সঙ্গে ওই দুই যুবককে কথাবার্তা বলে শোনা গিয়েছিল। পরে তাকে কথার ছলে ভুলিয়ে হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য ডাম্পইয়ার্ডের পিছনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিক অনুমান। সোমবার সন্ধ্যায় পুলিশ হাসপাতালের কাছে নির্যাতিতাকে খুঁজে পায় এবং তার পরিবারকে খবর দেয়। পরে মেয়েটি তার বাবা-মা এবং পুলিশকে গোটা বিষয়টি জানায়। নাবালিকার মেডিকেল পরীক্ষার পরে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরের মধ্যে অপরাধের ঘটনাস্থল থেকে ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করেছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে।
হাসপাতালের সুপার ডাঃ ফতাহসিং ভাটি জানিয়েছেন, পুলিশ সন্দেহভাজনদের পরিচয় এখনও প্রকাশ করেনি। তবে অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে যে অভিযুক্তদের মধ্যে একজন আগে চুক্তির ভিত্তিতে হাসপাতালে নিযুক্ত ছিলেন।
হাসপাতালের সুপার জানান, ‘হাসপাতালের কর্মীদের ঘটনাস্থলের চারপাশে আলোর কোনও অভাব রয়েছে কি না সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত আলো সহ সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসে ২০২৩ সালে। রাজস্থানের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী ধর্ষণ, গণধর্ষণ, বিশেষ করে নাবালিকাদের প্রতি অপরাধ গত এক বছরে (জানুয়ারি থেকে জুন) এই সময় তুলনায় বেড়েছে। চলতি বছরের জুন পর্যন্ত নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সামগ্রিকভাবে ১.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই বছরের জুন পর্যন্ত মোট ২০,৭৬৭টি মামলা দায়ের হয়েছে, গতবছর ছিল ২১, ০৮৭।