পুবের কলম প্রতিবেদকঃ করোনা পরিস্থিতির সময় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রাখা হয়েছিল। ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই গেট খুলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এই গেট কেন বন্ধ রাখা হয়েছে, এই নিয়ে দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছিল ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন। এই নিয়ে আন্দোলন হয়। আন্দোলনকারীদের দাবি ছিল, প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্তের বদল ঘটাচ্ছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বক্তব্য, বহু ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের ঘুরে প্রবেশ করতে হত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিকের গেটে। এতে অনেক সময় পড়ুয়াদের ঢুকতে অসুবিধা হত। কলেজ স্কোয়ারের দিকে মূল গেটটি বন্ধ করে রাখায়, বহু পড়ুয়া ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন।