পুবের কলম প্রতিবেদকঃ দেশ তথা রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলায় বুস্টার ডোজ নেওয়ার উৎসাহ তৈরি হয়েছে অনেকের মধ্যেই। কিন্তু, এই পরিস্থিতিতে প্রতারণার জাল নিয়ে উদ্বেগ বাড়ছে। বুস্টার ডোজের নাম করে এবার প্রতারণার ফাঁদ শহরে। ফোন কলের মাধ্যমে চলছে প্রতারণা। ইতিমধ্যেই এই প্রতারণা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় সচেতন করেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(অপরাধ) মুরলীধর শর্মা।
ফেসবুকে এক সতর্কবার্তায় জয়েন্ট সিপি (অপরাধ) লিখেছেন– ‘মানুষের সঙ্গে প্রতারণা করার নতুন রাস্তা বের করেছে প্রতারকরা। কোভিড- ১৯ এর বুস্টার ডোজ নিতে চান কি না জানতে চেয়ে প্রতারকরা ফোন করতে পারে বা মেসেজ পাঠাতে পারে। যদি হ্যাঁ বলেন– তাহলে তারা একটা লিঙ্ক পাঠাবে। তারপর সেই লিঙ্কে ক্লিক করতে বলবে। পরে জানতে চাইবে ওটিপি। সতর্ক থাকুন– এটি আপনার টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত! এই ধরনের কোনও কল বা টেক্সট মেসেজ পেলে– লিঙ্কটি ডাউনলোড করবেন না। ওটিপিও শেয়ার করবেন না।’
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে এই ধরনের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের সাইবার শাখার গোয়েন্দারা এই বিষয়টিকে নিয়ে অত্যন্ত সচেতন। সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দিচ্ছেন সচেতনতার বার্তা।
এ প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বক্তব্য– কলকাতা পুলিশের সাইবার সেল অত্যন্ত সংগঠিত। সাইবার অপরাধীরা নতুন নতুন ক্ষেত্রে হানা দিচ্ছে। প্রচুর সাধারণ মানুষকে শিকার বানাচ্ছে। এর মোকাবিলা করতে আর কী কী পদক্ষেপ করা যায়, তার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।