২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, মৃতের পরিচয় জানার চেষ্টায় পুলিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল। শুক্রবার সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এর ফলে বেশ কিছুক্ষণ পরিষেবা অচল থাকে।  পরে মেডিকেল টিম এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। সকাল সাড়ে আটটা নাগাদ ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। তবে হাই ভোল্টেজ লাইনে ঝাঁপ দেওয়ায় সঙ্গে সঙ্গেই বছর ৪০-৪৫-র ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর।  মেট্রো সূত্রে খবর, আজ সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ট্রেন থামানোর চেষ্টা করেন চালক।

সূত্রের খবর, ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ থাকলেও, তাতে তার কোনও পরিচয়পত্র খুঁজে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, মৃতের পরিচয় জানার চেষ্টায় পুলিশ

আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল। শুক্রবার সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এর ফলে বেশ কিছুক্ষণ পরিষেবা অচল থাকে।  পরে মেডিকেল টিম এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। সকাল সাড়ে আটটা নাগাদ ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। তবে হাই ভোল্টেজ লাইনে ঝাঁপ দেওয়ায় সঙ্গে সঙ্গেই বছর ৪০-৪৫-র ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর।  মেট্রো সূত্রে খবর, আজ সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ট্রেন থামানোর চেষ্টা করেন চালক।

সূত্রের খবর, ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ থাকলেও, তাতে তার কোনও পরিচয়পত্র খুঁজে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।