কলকাতাMonday, 10 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সৌজন্যবোধ, করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

mtik
January 10, 2022 1:22 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই মিনিটের মতো কথা হয় দুজনের মধ্যে। কোনও সমস্যা হলে জানাতে বলেন। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে খুশি বিজেপি রাজ্য সভাপতি।

বরাবরই রাজনীতি ভুলে মুখ্যমন্ত্রীকে সৌজন্য করতে দেখা গেছে, এবারেও তার অন্যথা হল না।

করোনা আক্রান্ত হয়ে আপাতত হাসপাতালেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রবিবারই ভর্তি করা হয় তাকে। সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আইসোলেশন কেবিনে রাখা হয়েছে তাকে। সুকান্ত মজুমদারের সামান্য জ্বর ও সর্দির মতো উপসর্গ দেখা দেয়। দিনকয়েক শরীর ভাল যাচ্ছিল না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ব়্যাপিড টেস্ট হয় তাঁর। আরটি পিসিআর টেস্টেও রিপোর্টও পজিটিভই আসে।  রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যবোধে খুশি আরও এক বিজেপি নেতা। করোনা আক্রান্ত বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। সেখানেও সৌজন্যবোধ দেখাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছাবার্তা জানিয়ে ফুল সহ ফলের ঝুড়ি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর সৌজন্যবোধে খুশি বলে জানিয়েছেন। ফেসবুকে একটি পোস্ট করে নারায়ণ চট্টোপাধ্যায় লেখেন, ”আমাকে এবং আমার পরিবারকে এই উপহার পাঠানোর জন্য দিদি ও দাদা, দু’জনকেই অসংখ্য ধন্যবাদ।” নিজের এলাকার তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, ”মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে আমি অবাক হয়েছি। সঙ্গে খুশিও হয়েছি। দলে সবাই ভুলে গেলেও বিপদের দিনে তিনি যে আমাকে মনে রেখেছেন এটাই অনেক।”