কলকাতাSaturday, 8 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ফের ফিরহাদ হাকিমের নেতৃত্বে  শুরু টক টু মেয়র

mtik
January 8, 2022 3:11 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক: নতুন বোর্ড গঠন করার পর ফের টক টু মেয়র শুরু হল কলকাতা কর্পোরশনে। শনিবার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পুর আধিকারিকরা নথিভুক্ত করেন নানা সমস্যা। কলকাতার পুরবাসী যেকোনও সমস্য নিয়ে ১৮০০ ৫৭২ ১২১৩ অথবা ১৮০০ ৩৪৫ ১২১৩ এই নম্বরে ফোন করে খোদ মেয়রকে জানাতে পারেন। কলকাতার ১৪৮টি ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দারা নানাবিধ সমস্যা নিয়ে শনিবার ফোন করেন। সেই ফোন রিসিভ করেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। কোন ব্যক্তি ফোন করেছেন তাঁর নাম-ঠিকানা নথিভুক্তের পাশাপাশি সমস্যা জানতে চান মেয়র। আর এক ফোনেই যেন সমস্যার মুশকিল আসান হয়।

এই টক টু মেয়র শুরু হওয়া নিয়ে শুক্রবার ট্যুইটারে পোস্ট করে পুরবাসীকে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।শনিবার দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত কলকাতা পুরবাসী ফোন করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। শুক্রবারের ট্যুইটে ফিরহাদ হাকিম লেখেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে টক টু মেয়র ফের শুরু করছি আগামীকাল শনিবার থেকে। এই বিষয়ে আমি এবং কলকাতা কর্পোরেশনে আমার টিম আমাদের এই কলকাতা শহরকে আরও উন্নত করার জন্য আপনাদের নানাবিধ অভিযোগ শুনব। যার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি। Talk to Mayor started again under the leadership of Firhad Hakim

উল্লেখ্য, টক টু মেয়র অনুষ্ঠানটি ২০১৯ সালে শুরু করেছিল কলকাতা কর্পোরেশন।পুরবাসীর নানা সমস্যা কিংবা অভিযোগ সরাসরি খোদ মেয়রকে ফোনে জানাতে পারবেন। আর সেই সমস্যা শোনার পর তা অন্ততপক্ষে এক সপ্তাহের মধ্যে সমাধান করার চেষ্টা করা হয় বলে কলকাতা কর্পোরেশন সুত্রে খবর। কিন্তু ভোটের জন্য এই টক টু মেয়র ২০২১ সালের ডিসেম্বর মাসে সাময়িক বন্ধ রাখা হয়। ভোটের ফের ফিরহাদ হাকিমের নেতৃত্বে ফের বোর্ড গঠনের পর শনিবার থেকে শুরু হল এই টক টু মেয়র।