পুবের কলম প্রতিবেদকঃ বৃহস্পতিবার নতুন পুরবোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সেই সঙ্গেই কাউন্সিলরদের কাজে নেমে পড়ার বার্তা দেন নেত্রী। শুক্রবার নতুন কাউন্সিলরদের শপথ গ্রহণ।
৬ মাস পর পেশ করতে হবে রিপোর্ট কার্ড– নতুন কাউন্সিলদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে– প্রত্যেক বছরে কাউন্সিলররা কি কাজ করলেন এবং আগামী বছরের জন্য কি পরিকল্পনা রয়েছে তা বিস্তারিত জানাতে হবে সেই রিপোর্ট কার্ডে। এরপর সেই রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়া হবে ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে। দায়বদ্ধতার সঙ্গে প্রত্যেক কাউন্সিলরের কাজের হিসেবে দিতে হবে জনগণকে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস থেকে কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন– ‘কাজগুলো চটপট করতে হবে। ফেলে রেখে দিলাম– এখন তো পাঁচ বছর হাতে আছে– চলবে না। আমি আগামী ৬ মাস পর কলকাতা কর্পোরেশনের রিপোর্ট কার্ড নেব। প্রতি ছ’মাস অন্তর রিভিউ হবে। কে কাজ করতে পারল– আর কে কাজ করতে পারল না। যদি কাজ কেউ না পারেন– তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশি সময় লাগবে না। প্রেসকে বিবৃতি দিই বেশি– কাজ করি কম– চলবে না। এসব বিজেপি করে– সিপিএম করে। আমরা করব না।’
মমতা এদিন কাউন্সিলরদের উদ্দেশে বলেন, দ্রুত কাজে নামতে হবে। আজ থেকেই এলাকা পরিষ্কার করবেন। সমস্ত হোর্ডিং, পোস্টার খুলতে হবে। রাস্তা পরিষ্কার করার কাজ– মানুষ জল পাচ্ছে কি না সব দেখতে হবে। রং করা– পার্কগুলি সুন্দর করে রাখা– গাছ পোঁতা, পাম্পড্রেনেজ সবটা দেখতে হবে। ম্যানহোল আমরা দেখি না– পরে নোংরা জমে, জল দাঁড়িয়ে যায়। ডেঙ্গু– ম্যালেরিয়া হতে থাকে। সব দেখতে হবে আমাদের। রাস্তা দিয়ে যখন যাবেন– তাকিয়ে যাবেন। এপাশ ওপাশ দেখতে দেখতে যাবেন। কোন লাইট খারাপ– রাস্তা কোথায় ভাঙা– জল জমছে কোথায়, এগুলো দেখা তো আপনারই কাজ। পিচের উপর পিচ চাপিয়ে দেয়। এটা হবে না। এই করে মাঝেরহাট ব্রিজটা গেছে।’