কলকাতাTuesday, 14 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার ঘাট কথাঃজানেন কি এই সুপ্রাচীন ঘাটটির ইতিহাস? তবে আসুন ঘুরে আসা যাক

mtik
December 14, 2021 11:30 am
Link Copied!

 

 

অর্পিতা লাহিড়ীঃ” তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা “। সত্যিই তো কোনদিন ভেবে দেখেছেন পায়ে হেঁটে কলকাতা ঘোরবার কথা! চলুন তবে বেরিয়ে পড়ি আজকের গন্তব্য হোক প্রিন্সেপ ঘাট।প্

 

প্রিন্সেপ ঘাট  স্টেশন  চত্বর

 

প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। এটি ১৮৪১ সালে নির্মিত হয় এবং অ্যাংলো-ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত। ঘাটের মূল গ্রিকো-গথিক স্থাপত্যটি ২০০১ সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্কার করেছে।

ইতিহাস জেনে নিতে দু দন্ড থামা

 

এটির রক্ষণাবেক্ষণও উক্ত মন্ত্রকই করে থাকে। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা হত।

সৌন্দর্যায়ন, ঘাসের মুর‍্যাল

২০১১ সালে রাজ্যে ঘটে পালাবদল, ক্ষমতায় আসে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন করে সেজে ওঠে গঙ্গার ঘাট গুলি। আজ কলকাতার অন্যতম পর্যটক প্রিয় স্থান হল প্রিন্সেপ ঘাট।

“কে যাসরে ভাটি গাঙ বাইয়া”

অস্তরাগের আলোয় মাখামাখি

প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে চক্ররেল করে কু-ঝিকঝিক পাড়িও জমাতে পারেন। পুবের কলম ডিজিটালের প্রতিনিধির ক্যমেরায় লেন্সবন্দী প্রিন্সেপ ঘাট।

” ও সুজন মাঝিরে কোন ঘাটে লাগাইবা তোমার নাও”

ছবি প্রতিবেদক