পুবের কলম প্রতিবেদক সিলেবাসের বাইরে ছাত্রছাত্রীরা অন্য বিষয়ে কতটা দক্ষ ও সামসাময়িক বিষয় সম্পর্কে কতটা সচেতন তা জানতে এবং তাদের মেধাচর্চার আরও সুযোগ করে দিতে বিশেষ অনুষ্ঠান করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুসলিম ইনস্টিটিউট। এর জন্য আগামী ১৪ ডিসেম্বর– সকালে একটি বিতর্ক প্রতিযোগিতা হবে। ইংরেজি– বাংলা– হিন্দি ও উর্দু মিলিয়ে মোট চারটি ভাষায় সেই বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন পড়ুয়ারা।
মুসলিম ইনস্টিটিউট-এর তরফে জানানো হয়েছে– অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গ্রুপ-এ– অন্যদিকে স্নাতক উর্ধ্বদের জন্য হবে গ্রুপ-বি। দুই গ্রুপের জন্য পৃথক পৃথক বিষয়ে বিতর্কের ‘টপিক’ ঠিক করা হয়েছে। একজন বলবেন বিষয়ের স্বপক্ষে অন্যকে বিপক্ষে বলতে হবে। এর জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে। সংস্থার তরফে জানানো হয়েছে– গ্রুপ-এ’র জন্য বিতর্কের বিষয় ‘অনলাইন শিক্ষা ঐতিহ্যগত শিক্ষার মতো কার্যকরী হতে পারে’। আর গ্রুপ-বি’র জন্য ‘ভারতীয় গণতন্ত্র শুধুমাত্র ধনী ও অভিজাতদের জন্য’ শীর্ষক বিষয়ে বিতর্ক হবে। আগ্রহী পড়ুয়াদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই নাম জমা করতে হবে। অনলাইনে নাম জমা করা যাবে। তাছাড়াও ফোন করে খুঁটিনাটি জানা যাবে। তাদের ফোন নম্বর- ৯৮৩৬৮১২৯৫১ (শামসুস্ সলেহীন– ইংরেজি ডিবেট সাব-কমিটি)– ৯৪৩৩১৬৫৭২৮ (সেখ সৈয়দ আখতার– বাংলা ডিবেট সাব-কমিটি)– ৯৮৩১০৭১০৭২ (মুহাম্মদ নুরুদ্দিন– হিন্দি ডিবেট সাব-কমিটি)– ৯৬৮১৫৭৫০৫২ (সৈয়দ ইরশাদ আরজু– উর্দু ডিবেট সাব-কমিটি)।