কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

লবণগোলা ঘাটে ছট পুজোতে বাধা নেই, জানালেন বিধায়ক গৌতম চৌধুরী

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

আইভি আদক, হাওড়া: উত্তর হাওড়ার ‘লবণ গোলা’ ঘাটে রেলের জায়গা ইতিমধ্যেই বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর হয়ে গেছে। বেসরকারি সংস্থার তরফে ইতিমধ্যেই ওই জায়গায় গাছ কেটে পরিস্কার করে নির্মাণ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জেরে বহু বছর ধরে লবণ গোলা ঘাটে চলে আসা ‘ছট পুজো’ করাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বহু বছর ধরে কিংস রোড, ফকিরবাগান সহ উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ ওই লবণ গোলা ঘাটে ‘ছট পুজো’ করে আসছেন। এবছর বেসরকারি সংস্থার জায়গা দিয়ে আদৌ ছট পুজো করতে যাওয়া সম্ভব হবে কিনা তা জানতে চেয়ে এলাকাবাসীরা বিধায়ক গৌতম চৌধুরির দারস্থ হন। এরপর এদিন গৌতম চৌধুরি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কর্তাদের সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শন করেন। পুরো জায়গাটি ঘুরে দেখেন।

এরপর দুপক্ষকে নিয়ে বৈঠক করে একটি রফাসূত্র বের করেন বিধায়ক চৌধুরি। এরপর বেসরকারি সংস্থার তরফে একটি সাদা কাগজে লিখে জানিয়ে দেওয়া হয় ওই জায়গা দিয়ে ‘লবণ গোলা’ ঘাটে ছট পুজো করে যাবার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কোনও বাধা দেওয়া হবে না।

গৌতম চৌধুরি জানান, ‘এলাকাবাসীদের ছট পুজো করতে যাওয়ার ব্যাপারে আরও কোনও সমস্যা রইলো না। এখান দিয়েই লবন গোলা ঘাটে ছট পুজো করতে যাওয়া যাবে। এই সংক্রান্ত প্রবেশ পথও আমরা ঠিক করে নিচ্ছি। এই বিষয়ে ওই বেসরকারি সংস্থা লিখিতভাবে তাঁদের অনুমতিপত্র দিয়েছে।’ তবে স্থানীয়রা বলছেন, ‘এবছরের সমস্যা মিটলেও পরবর্তী সময়ে নির্মাণ শেষ হয়ে গেলে তখনও কি বহিরাগতদের এখানে প্রবেশ করতে দেওয়া হবে ?’