আইভি আদক, হাওড়া: মাছ ধরার নেশাই কি অকালে প্রাণ কেড়ে নিল লিলুয়ার কিশোরের ? উঠছে প্রশ্ন। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের অনুমান মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে খুব সম্ভবত মৃত্যু হয় ওই কিশোরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সে নিখোঁজ ছিল। রাতে মিসিং ডায়েরি করা হয় লিলুয়া থানায়। সোমবার সকালে উদ্ধার হয় তার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাকেশ বিশ্বাস (১২)।
লিলুয়া থানা এলাকায় চামরাইলের কামারপাড়ার বাসিন্দা ছিল সে। পুলিশ জানায় ওই কিশোরের মাছ ধরার প্রচন্ড নেশা ছিল। মাঝেমধ্যেই সে স্থানীয় পুকুর বা ডোবায় গিয়ে মাছ ধরত। অনুমান করা হচ্ছে, সেই নেশায় সে সম্ভবত বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়েছিল।
সোমবার সকালে ডোবা থেকে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশের অনুমান মাছ ধরতে গিয়ে সাপের কামড়েও তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে।