কলকাতাMonday, 15 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিরসা মুন্ডার জন্ম শতবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা

mtik
November 15, 2021 6:26 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিরসা মুন্ডার ১৪৭তম জন্ম দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে মধ্যে দিয়ে ভারতের এই সমাজ সংস্কারককে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা অর্পণ করে বলেন বলেন, ‘ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানাই। আমরা প্রতি মুহূর্তে তাঁর নির্ভীক চেতনা এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতি তার নিরলস প্রচেষ্টা দ্বারা অনুপ্রাণিত হতে থাকি।’

ছবি- সন্দীপ সাহা

১৮৭৫ সালে ভারতের রাঁচি অঞ্চলে জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। খুব দারিদ্রের মধ্য দিয়ে তাঁর বড় হয়ে ওঠা। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।

বিদ্রোহের পরে বিরসাসহ তার শতাধিক সঙ্গী গ্রেফতার হন। বিচারে বিরসা মুন্ডার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের ভিতরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বিরসার মৃত্যু ঘটে।