পুবের কলম ওয়েবডেস্কঃআগামী সোমবার থেকে সকাল সাড়ে সাতটার পরিবর্তে এবার থেকে সকাল সাতটায় মিলবে প্রথম মেট্রো।নিত্যযাত্রীদের স্বস্তি দিয়ে আরও এগিয়ে আনা হল মেট্রোর সময়সীমা।
মেট্রোরেল সূত্রের খবর মোট ছয়টি অতিরিক্ত মেট্রো পরিষেবা যুক্ত হবে। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাবে স্কুল, কলেজ সহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান।
পড়ুয়াদের যাতে যাতায়াতে কোন অসুবিধা না হয় সেই কথাও মাথায় রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। স্কুল, কলেজ শুরু হয়ে গেলে মেট্রোতে আরও যাত্রী সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
তাই ছাত্রছাত্রী এবং সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত তিন জোড়া মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা সবসময় মাথায় রাখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর আগেও উৎসবের দিনে বিশেষত দুর্গাপুজো, কালীপুজোর দিনেও চলেছিল বাড়তি মেট্রো।
এবারও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সিন্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
তবে এখানেই শেষ নয় গত ২৪ অক্টোবর চিরদিনের মত অবসরে চলে যায় কলকাতা মেট্রোর নন এসি রেক। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্যই এখন মেট্রোর সমস্ত রেকই শীততাপ নিয়ন্ত্রিত।
তবে করোনা অতিমারীর কথা মাথায় রেখে এখনও মেট্রোতে চালু হয়নি টোকেন। স্মার্টকার্ডেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। কিন্তু যারা মেট্রোর নিত্যযাত্রী নন তাদের কথা মাথায় রেখেই উৎসবের দিনগুলিতে মেট্রোতে ব্যবস্থা রাখা হয়েছিল ৬ লক্ষ স্মার্ট কার্ডের।মেট্রোর এই সিন্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলেই। আক্ষরিক অর্থেই করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে ছন্দে ফিরছে মহানগরী।