পুবের কলম প্রতিবেদকঃ প্রতিদিনই অস্বাভাবিক হারে দাম বাড়ছে জ্বালানি তেলের। স্বাভাবিকভাবেই নাভিশ্বাস উঠছে বেসরকারি বাস মালিকদের। এদিকে সরকারের তরফে বাস ভাড়া বাড়ানো হয়নি– তাই ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টারদের রোজই ঝামেলা হচ্ছে। এমন অবস্থায় যাতে সরকারের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়– তাই চাইছিলেন বাস মালিকরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। সেই ডাকে সাড়া দিল রাজ্য সরকার। ভাইফোঁটার পর বেসরকারি বাস মালিকদের সঙ্গে বসে আলোচনায় বসতে চলেছেন ফিরহাদ হাকিম। এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী।
শনিবার ফিরহাদ হাকিম জানান– খুব অস্বাভাবিক হারে বাড়ছে ডিজেলের দাম। তাতে বাস মালিকদের নাভিস্বাস উঠছে। আমি ভাইফোঁটার পর মিটিং ডেকেছি। তাদের সঙ্গে কথা বলে কি কি সমস্যা তা দেখব।