পুবের কলম প্রতিবেদকঃ সোমবার প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যৌথ সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়েছে।
স্কুল শিক্ষা দফতর জানিয়েছে– ২০২২ সালের মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং এপ্রিল মাসের শুরুতে হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই খুলতে চলেছে স্কুল। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল। করোনা ভাইরাস পরিস্থিতির জন্য লাগাতার কয়েক মাস রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যার অবসান ঘটতে চলেছে নভেম্বরে। স্কুল খোলার পর আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের।
স্কুল খোলার সিদ্ধান্তের পর জোড়া পরীক্ষায় সরকারের নজর রয়েছে।
জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং এপ্রিলের শুরুতেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নেওয়া হতে পারে। পাশাপাশি– এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্সও হবে। পর্ষদ ও সংসদের সঙ্গে সরকারের আলোচনায় এই সিদ্ধান্ত বলেই জানা গেছে।
নবান্নের অনুমোদন মিললেই জোড়া পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দেওয়া হবে। কালীপুজোর আগেই নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা হবে কিনা– স্কুলের উপরে ছাড়ল শিক্ষা দফতর।