পুবের কলম প্রতিবেদক: মেঘ সরতেই একটু একটু করে নামতে শুরু করেছে তাপমাত্রা। শুষ্ক হতে শুরু করেছে আবহাওয়া। সকালের দিকে থাকছে ভালোই ঠান্ডার আমেজ। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবাংলা সহ দেশের অন্যান্য প্রান্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের বক্তব্য, আগামী সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ নেমে যাবে ১৫ ডিগ্রির কাছাকাছি। যদিও জাঁকিয়ে শীত এখনই পড়ছে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে ছিল। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাতের তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবাহওয়াবিদরা। মেঘ সরে যেতেই রাজ্যের উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে।
শুক্রবারও রাজ্যে ভালোই প্রবেশ করেছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। তবে আপাতত মেঘের সম্ভাবনা না থাকায় রাজ্যে প্রবেশ করবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। আর যার ফলে ক্রমাগতই নামবে পারদ। আবহাওয়াবিদদের অনুমান, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে। বিশেষ করে আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের পর রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচেই থাকবে। সেইসঙ্গে সকালের দিকে থাকবে হালকা কুয়াশা।
অন্যদিকে, মহানগরের সঙ্গে পাল্লা দিয়েই পারদ নেমেছে জেলাগুলিতে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের তাপমাত্রা সপ্তাহান্তে নেমে যেতে পারে ৭ ডিগ্রি সেলিসিয়াসে। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংই ছিল এদিন রাজ্যের শীতলতম স্থান। পাশাপাশি সমতলের জেলাগুলির মধ্যে বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিস।