পুবের কলম প্রতিবেদক, ফলতা: চিকিৎসা ক্ষেত্রে আরও একবার মাইল ফলক গড়ার পথে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কোভিড কিংবা বার্ধক্য ভাতা; প্রত্যেকটি ক্ষেত্রে নিজে রেকর্ড করেছেন আর সেই রেকর্ড ভেঙেছেন নিজেই। এবার তাঁর নতুন প্রকল্প ‘সেবাশ্রয়’। ২ জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে চলছে ক্যাম্প। চলবে ৩১ জানুয়ারি অবধি। তার পর একে একে অন্যান্য বিধানসভা এলাকায় বসবে সেবাশ্রয়ে স্বাস্থ্য শিবির।
সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হওয়ার পর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে রেকর্ড সংখ্যাক মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। এই হেলথ ক্যাম্পের দ্বিতীয় পর্বে ফলতা বিধানসভা কেন্দ্রে মোট ১ লক্ষ ৫৬ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পরে বিষ্ণুপুরে চলছে শিবির। এখানে মোট ৪৭টি ক্যাম্প হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন অসুখ-বিসুখের চিকিৎসা করতে।
গত ২১ দিনে মোট ৪ লক্ষ ৩৭ হাজার ৮৯৪ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন অভিষেক। সেবাশ্রয় কর্মসূচিতে মানুষের এই বিপুল ভিড় দেখে এ দিন অভিষেক এক্স হ্যান্ডেলে রবার্ট ফ্রস্টের বিখ্যাত ‘স্টপিং বাই উডস ইন এ স্নোয়ি ইভনিং’ কবিতা থেকে উদ্ধৃতি দিয়েছেন। অভিষেক এই কবিতার লাইন ‘আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ’ এ দিন এক্স হ্যান্ডেল পোস্ট করে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘যখন মানুষ নেতৃত্ব দেয় তখন প্রগতির পথ প্রশস্ত হয়।’
অন্যদিকে, সেবাশ্রয় কর্মসূচিতে জটিল অস্ত্রোপচার শেষে সুস্থ হওয়ার পথে ৯ বছরের আলতাফ হোসেন ঘরামি। তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলতাফের অভিভাবকরা জানিয়েছেন, ‘আল্লাহ ওকে আমাদের কাছে পাঠিয়েছে। আর সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ উল্লেখ্য, ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আলতাফকে নিয়ে এসেছিলেন তার বাবা। চিকিৎসকরা আলতাফের হৃদরোগজনিত সমস্যা চিহ্নিত করেন। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে দেন তাঁরা। ওই শিশুর পাশে তিনি সর্বতোভাবে থাকবেন বলে আশ্বস্ত করেন অভিষেক। প্রতিশ্রুতি রাখেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্যে বিনাব্যয়ে অস্ত্রোপচার করা হয়েছে আলতাফের। এখন সে সুস্থতার পথে। সেবাশ্রয়ের শিবিরে মিলছে রক্তচাপ, ডায়াবেটিস, ক্যানসার, স্ট্রোক, কিডনি, ম্যালেরিয়া প্রভৃতি রোগের পরিষেবা।