পুবের কলম প্রতিবেদক: প্রয়াগরাজের কুম্ভ মেলায় বিধ্বংসী আগুন। রবিবার মেলার একটি তাঁবুতে দুপুরে আগুন লেগে যায়। কী থেকে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৫০টি তাঁবু পুড়ে গিয়েছে।
কুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সুখ্যাতি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মেলার সপ্তম দিনে এত বড় ঘটনায় প্রশ্ন উঠছে যোগী সরকারের ভূমিকা নিয়ে। গীতা প্রেসে আগুন লাগার খবর পেয়েই যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।