পুবের কলম, ওয়েবডেস্ক: কুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আগুন নেভানোর কাজ করছে।
#WATCH | Fire at #MahaKumbhMela2025 | Uttar Pradesh CM Yogi Adityanath arrives at the fire incident spot in the #MahaKumbhMela2025
The fire has been brought under control. No causality has been reported. pic.twitter.com/qKJQBFyezI
— ANI (@ANI) January 19, 2025
রবিবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে দুটি সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে আশপাশের বেশ কিছু তাঁবুতেও আগুন ধরে যায়। আগুনের জেরে প্রায় পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। যদিও আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি।