পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড সুপারস্টার সইফ আলি খানের উপর হামলাকারীকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। থানে থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ আলিয়ান ওরফে বিজে।
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গুরুতর আহত হন বলিউড অভিনেতা। এরপর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৫ ঘণ্টা ধরে সইফের অস্ত্রোপচার করা হয়। আপাতত সুস্থ রয়েছেন তিনি।
এদিন মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশের একাধিক টিম যৌথ অভিযান চালায়। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। থানে শহরের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণ কাজের পিছনে লুকিয়ে ছিল অভিযুক্ত। জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে মহম্মদ আলিয়ান বলে দাবি পুলিশের।