পুবের কলম, ওয়েবডেস্ক: আনলাকি থার্টিন , অর্থাৎ অপয়া ১৩ … কমবেশি আমরা সবাই ছোট থেকে এই কথাটা শুনে আসছি! ১৩ মানেই অশুভ কিছু, কোনওকিছুর নম্বর ১৩ মানেই ধরা হয় সেটা অমঙ্গলজনক! এই ধরণের কথা বহুল প্রচলিত হলেও এর কোনও বাস্তবতা নেই। কারণ আজ এই ১৩ সংখ্যাই প্রাণ বাঁচাল এক মুমূর্ষু রোগীর। মাত্র ১৩ মিনিটে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে রেকর্ড গড়ে হায়দরাবাদ।
জানা গেছে, গত শুক্রবার রাত ৯টা ৩০ নাগাদ এই ঘটনা ঘটে। হায়দরাবাদের এলবি নগরে খামিনেনি হাসপাতালে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর হৃদপিণ্ড পাঠানোর কথা ছিল গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে। অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সড়কপথের বদলে মেট্রোকে বেছে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই মতো গ্রিন করিডোর করা হয় হায়দরাবাদ মেট্রোয়। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হৃদপিণ্ড আনা হয় মেট্রোতে। এমনিতে ‘এলবি নগর’ থেকে ‘লাকডি-কা-পুল’ পর্যন্ত দূরত্ব মোট ১৩ কিলোমিটার, মাঝে ১৩টি স্টেশন পড়ে । এদিন মাত্র ১৩ মিনিটে সেই পথ অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় হৃদপিণ্ড। এরপর গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে এই হৃদযন্ত্রের অপেক্ষায় থাকা রোগীর শরীরে তা প্রতিস্থাপন করা হয়।