পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দেশটির এক আদালত। একইসঙ্গে স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা এই রায় দিয়েছে পাক আদালত।
শুক্রবার পাক সংবাদমাধ্যম ডন জানিয়েছেন, শুক্রবার অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ বছরের জেল এবং বুশরা বিবির সাত বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। সেইসঙ্গে ইমরান-বুশরাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। ইমরানকে ১০ লাখ ও বুশরা বিবিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ছয় মাস ও তাঁর স্ত্রীকে তিন মাস জেলে থাকতে হবে। এদিন রায় ঘোষণায় আদিয়ালা কারাগারের বাইরে কঠোর নিরাপত্তা আটোসাটো করা হয়। রায় ঘোষণার পর আদালতকক্ষ থেকেই বুশরাকে গ্রেপ্তার করা হয়।