পুবের কলম, ওয়েবডেস্ক: কোটায় অব্যাহত মৃত্যু-মিছিল। ১৭ দিনে আত্মঘাতী ৩ জন পড়ুয়া। বৃহস্পতিবার হোস্টেল রুম থেকে উদ্ধার ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ওড়িশার বাসিন্দা ছিল ওই পড়ুয়া। কোটায় কোচিংয়ের জন্য এসেছিলেন ওই পড়ুয়া। রাজস্থানের বিজ্ঞান নগরে একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। এদিন বাড়ির মালিকই ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায়। ঠিক কি কারণে এই পদক্ষেপ গ্রহণ করেছে ওই পড়ুয়া তা জানা যায়নি। তবে পরিবারের লোকজন, কোচিং সেন্টার এবং সহপাঠীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। নিট পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।