ওয়াশিংটন, ১০ জানুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর জল্পনা শুরু হয়েছিল, এবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসা নিয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন চলছে। তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো তথ্য দেননি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
Read More: ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর জেল
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। তিনি এ কথা প্রকাশ্যেই বলেছেন। আমরা এর আয়োজন করছি। আমাদের অবশ্যই এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।’ এদিকে ট্রাম্প মন্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, তারা আলোচনার জন্য উন্মুক্ত। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভোবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। আর মাত্র ১০ দিন বাকি আছে। শপথ নেওয়ার আগে পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের কথা জানালেন তিনি।