পুবের কলম, ওয়েবডেস্ক: বোমা হামলার হুমকি জেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার বোমা হামলার হুমকি মেল পাঠানো হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ)। বৃহস্পতিবার এই হুমকি মেল পাঠানো হয়। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকি মেল পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
পুলিশ সূত্রে খবর, হুমকি মেল ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ওই মেল পাওয়ার পরই ক্যাম্পাস জুড়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সার্কেল অফিসার অভয় কুমার পান্ডে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুমকি মেলের বিষয়টি পুলিশকে অবগত করেন। এরপর মেলটি কে পাঠিয়েছে! এর উৎস কি! তা জানতে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও বোমা রাখা হয়েছে কিনা তা খুঁজতে বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাশি চালায়। ক্যাম্পাসের সমস্ত জায়গাগুলিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাণ হয়। মেলটির উৎস জানতে তদন্ত চালাচ্ছে সাইবার টিম। ক্যাম্পাসে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি বনলে জানিয়েছে পুলিশ।
Read More: অসুস্থ গ্যাংস্টার ছোটা রাজন, ভর্তি হাসপাতালে
এএমইউ-এর এক অধ্যাপক মোহাম্মদ ওয়াসিম আলী বলেন, “আমরা বোমা হামলার হুমকি মেল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। কে মেলটি পাঠিয়েছে তার পরিচয় এখনও জানা যায়নি। মেলে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।”