পুবের কলম, ওয়েবডেস্ক: আচমকা অসুস্থ দাউদের একদা অনুচর ছোটা রাজন। ভর্তি হাসপাতালে। জানা গেছে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন তিনি। খুনের মামলায় সাজাপ্রাপ্ত ছোটা রাজন দিল্লির তিহার জেলে বন্দি। এর আগে ২০২১ সালে পেটের সমস্যা নিয়ে দিল্লি এইমসে ভর্তি হয়েছিল ছোটা রাজন।
হাসপাতাল সূত্রে খবর, রাজন সাইনাসের সমস্যায় ভুগছে। অস্ত্রোপচারও করা হতে পারে তার। এর আগে ২০২১ সালে পেটের সমস্যা নিয়েও এইমসে ভর্তি হয়েছিল সে।
প্রসঙ্গত, ২০০১ সালে এক ব্যবসায়ী জয় শেট্টিকে খুনের মামলায় মাত্র কয়েক মাস আগে মুম্বইয়ের বিশেষ আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে ছোটা রাজনকে। এর আগে সাংবাদিক জে দে খুনের ঘটনাতেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রয়েছে রাজনের।