পুবের কলম প্রতিবেদক: শীতের দুপুরে ঝলমলে রোদ, ঠান্ডার আমেজ উপভোগ করতে চান সবাই। তবে এবার বাংলায় শীতের হীমেল আমেজ তেমন করে শুরুই হয়নি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার ফলে এখনও সেভাবে ঠান্ডা জমিয়ে বসতেই পারল না বাংলায়। নিম্নচাপের বাধায় বেশ কয়েকদিন পিছিয়ে গিয়েছে ঠান্ডা। গত দু’দিনে শহরে কিছুটা পারদ পতন ঘটলেও সোমবার থেকেই আবার বদলে গেল আবহাওয়া।
গতকাল সকালে শহরে রোদের দেখা মিললেও দুপুরের পর হঠাৎ বদলাতে শুরু করে আবহাওয়া। সোমবার দুপুর গড়াতেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টি । বাদ গেল না কলকাতাও। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে বিকেলের পর থেকেই বদল হয় শহরের তাপমাত্রা।ফলে আবারও চড়ছে তাপমাত্রা পারদ।
নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝায় ফের ঠান্ডার পথে কাঁটা। সোমবার রাজ্যের দক্ষিণের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কম বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। মেঘ ঢোকায় ফের বাড়ছে রাতের তাপমাত্রা।
তাপমাত্রা কিছুটা বেড়ে সোমবার কলকাতায় হল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আরও বাড়তে পারে তাপমাত্রা। তবে বুধবার থেকেই বাধা সরিয়ে শীত জাঁকিয়ে বসবে বলে মনে করছেন আবহাওয়াবিরা। চলতি সপ্তাহের শেষে ৩ থেকে ৪ ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।