লখনউ: চরম বিপদের দিনে অর্থ সাহায্য নিয়ে সম্ভলের নিহতদের পরিবারের কাছে ছুটে গেল জমিয়তে উলামায়ে হিন্দ। পুলিশ প্রশাসন জমিয়তের প্রতিনিধিদের সম্ভলে প্রবেশের অনুমতি দেয় যদিও বাইরের কাউকে এখনও সেখানে যেতে দিচ্ছে না। আতঙ্কিত মুসলিম সমাজের পাশে দাঁড়াতে এগিয়ে এল জমিয়ত। জমিয়ত প্রতিনিধিরা প্রতিটি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। নিহত পাঁচ পরিবারের কাছে গিয়ে আশ্বস্ত করেন। আইনি লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য আশ্বাস দিয়েছেন তারা। তারা নিশ্চিত হয়েছেন পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ৫ জনের, যাদের মধ্যে একজনের বয়স ১৬ বছর।
এ ছাড়াও যেসব নিরীহ নিরপরাধ ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করে রেখেছে তাদের ছাড়িয়ে আনার জন্য জমিয়ত চেষ্টা করবে বলে জানান সেখানে। জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির উদ্যোগে এই টিম সম্ভলে গিয়েছিল। এই টিমে ছিলেন মাওলানা হাকিমুদ্দিন কাসেমি, জেনারেল সেক্রেটারি, স্থানীয় জমিয়ত নেতা মুফতি মুহাম্মদ সৈয়দ আফান মনসুরপুরি। তবে প্রথমে এই টিমের গতি রোধ করেছিল পুলিশ পরে ওপর তলার নির্দেশে সম্ভলে যাওয়ার অনুমতি দিতে হয়। জমিয়ত নেতারা বলেন, বিপদের দিনে কারও পাশে দাঁড়ানোরû ভারতীয় পরম্পরা মানতে চায় না ইউপি পুলিশ। তারা আমাদের সম্ভলে যেতে দিতে চাইছিল না। জমিয়ত দুর্গতদের পাশে দাঁড়াতে চায়, ইনসাফ চায়, বিদ্বেষের কারবারিদের আইনগত ভাবে সাজা চায় জমিয়ত। ইউপি জমিয়তের নেতারাও এই টিমে ছিলেন। তাঁরা নিহতদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন, তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য, ঐতিহাসিক সম্ভল শাহী জামা মসজিদে সার্ভে নিয়ে উত্তেজনা তৈরি হয়। পুলিশের গুলিতে নিহত হয়েছে ৫ জন আর বহু নিরীহ মুসলিম যুবকদের গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিরোধীরা দোষী পুলিশ অফিসারদের সাজার দাবি তুলছে।