নিউইয়র্ক, ২৭ নভেম্বর: নিজেদের ঘরকে সবথেকে নিরাপদ বলে মনে করে মানুষ। তবে সেই ঘর কি মহিলাদের জন্য নিরাপদ? রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে না। মহিলাদের জন্য সবথেকে বিপজ্জনক স্থান হল নিজেদের ঘর, এমনটাই উঠে এসেছে রাষ্ট্রসংঘের রিপোর্টে। তাতে বলা হয়েছে, ২০২৩ সালে গড়ে প্রতিদিন ১৪০ জন মহিলা ও কিশোরীকে হত্যা করা হয়েছে। ভয়ঙ্কর বিষয় হলো, নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের হাতেই তাদের মৃত্যু হয়েছে। সোমবার রাষ্ট্রসংঘের দুটি সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী ২০২৩ সালে পরিবারের সদস্যের হাতে আনুমানিক ৫১ হাজার ১০০ জন মহিলা ও কিশোরীর মৃত্যু হয়েছে। যা ২০২২ সালে ছিল আনুমানিক ৪৮ হাজার ৮০০ জন। ইউএন উইমেন এবং রাষ্ট্রসংঘের মাদক ও অপরাধ দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, “বাড়ি মহিলাদের ও মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান। সর্বত্র মহিলা ও কিশোরীরা লিঙ্গ-ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে এবং কোনো অঞ্চলই আর বাদ নেই।”
মহিলাদের বিরুদ্ধে সহিংসতা রোধের আন্তর্জাতিক দিবসে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যার এই বৃদ্ধি মূলত বিভিন্ন দেশগুলো থেকে পাওয়া আরো তথ্যের কারণে বেড়েছে, হত্যার সংখ্যা বেড়েছে এমনটি নয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে এ ধরনের হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছে আফ্রিকায়। আনুমানিক ২১ হাজার ৭০০ জনকে হত্যা করা হয়েছে সেখানে। এই মহাদেশে জনসংখ্যার তুলনায় এই ধরনের মৃত্যুর হারও সবচেয়ে বেশি ছিল। প্রতি ১ লাখে ২.৯ জনকে হত্যা করা হয়েছে আফ্রিকা মহাদেশে। আমেরিকায় প্রতি ১ লাখে ১.৬ জন মহিলা এবং ওশেনিয়ায় প্রতি ১ লাখে ১.৫ জনকে হত্যার ঘটনা ঘটেছে। তবে এশিয়া ও ইউরোপে মৃত্যুহার ছিল কম, এশিয়ায় প্রতি এক লাখে ০.৮ এবং ইউরোপে ০.৬ জন।