গুয়াহাটি, ২৭ নভেম্বরঃ অসমের বিধানসভা উপনির্বাচনে মুসলিম অধ্যুষিত সামাগুড়ি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। এরপরই কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেন, সামাগুড়িতে ভাতিজা তাঞ্জিল হোসেন হেরে যাওয়ায় দুঃখ পেয়েছি।
ভেবেছিলাম ভাতিজা জিতবে। তারজন্য আসনটি ছেড়ে দিয়েছিলাম। এমনকী তাঞ্জিলকে সমর্থন করার জন্য সামাগুড়ির মুসলমান সমাজকে আহ্বান করেছিলাম। কিন্তু শোনেননি তাঁরা। ফলাফলই বলে দিচ্ছে মুসলমানদের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে কংগ্রেস।
মুসলমানদের ভোট কংগ্রেস ধরে রাখতে পারেনি। সেখানে মুসলমানদের ভোট কংগ্রেস ধরে রাখতে পারেনি। সেখানে মুসলমানদের আস্থা অর্জনে কিছুটা হলেও সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পরিস্থিতিতে কংগ্রেস ভবিষ্যতে মুসলমানদের ভোট ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। আর কংগ্রেস যদি মুসলমানদের ভোট ধরে রাখতে না পারে তাহলে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আজমল বলেন, মুসলমানদের আস্থা অর্জনে কৌশলে বিধায়ক অখিল গগৈকে মাঠে নামিয়েছেন মুখ্যমন্ত্রী।