পুবের কলম প্রতিবেদক: ২০২৫ সালে ছুটি বাড়ল সরকারি কর্মীদের। শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলোতেই নয়, প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে। এ রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আরও বেশ কিছু ছুটি যোগ হয়েছে সেই তালিকায়।
২০২৪-এর ডিসেম্বরের আগেই ২০২৫-এর ছুটির তালিকা সামনে এলো এবার। সেখানে দেখা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা বেশ দীর্ঘ।
রাজ্য সরকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে ২০২৫-এর এনআইএ আ্যাক্টে ছুটি থাকবে ২৪ দিন। সেইসঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে আরও কুড়ি দিন। সবমিলিয়ে ৪৪ দিন ছুটি থাকবে রাজ্য সরকারের কর্মীদের। এ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের কর্মচারীদের বিভাগীয় চার দিন।
তবে রাজ্য সরকারের কর্মচারীদের ছুটি বাড়লেও ছুটি বাড়েনি এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের। এই সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ♦ঈদ-উল-ফিতর♦ এবং ♦ঈদ-উল-আযহায়♦ এ বছর ছুটি আগের মতোই রয়েছে।
তবে খুশির খবর চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল-ফিতর যদি ৩১ মার্চ অনুষ্ঠিত হয় তবে তার আগের দিন রয়েছে রবিবার এবং পরের দিন ১ এপ্রিল সরকারি ছুটি থাকায় মনে করা হচ্ছে তিনদিন ঈদ-উল-ফিতরের ছুটি পেতে পারেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
একইভাবে ঈদ-উল-আযহাতেও তিনদিন ছুটির সম্ভাবনা রয়েছে। যথারীতি ফাতেহা দোয়াজ দাহাম এবং শবেবরাতে ছুটি রয়েছে। এ বছর মুহারমের ছুটি পড়েছে রবিবার। তবে চাঁদ দেখা সাপেক্ষে একদিন এদিক-ওদিক হলেই ছুটি মিলবে ২ দিন।
২০২৫ সালে পুজোর ছুটি শুরু হচ্ছে চতুর্থী থেকে। ষষ্ঠী রবিবার, এমনিতেই ছুটি। তাই সেটা তালিকায় নেই। একাদশী পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আর দ্বাদশী হল রবিবার। এর পরের সোমবার লক্ষ্মীপুজোর ছুটি, তার পরেরদিনও ছুটি।
অর্থাৎ চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পর দু’দিন পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এরপর অফিস খুললেও আবার একটানা ছুটি মিলবে কালীপুজোর সময়। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি। কালীপুজোর দিন তো ছুটি থাকেই, তার পরের দু’দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি। ২৩ তারিখ ভাইফোঁটা। তার পরেরদিনও ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এর পরের দিন হল শনিবার। অর্থাৎ আবারও শনি-রবির ছুটি থাকছে। তারপর সোমবার ও মঙ্গলবার (২৭-২৮ অক্টোবর) ছটের জন্য ২ দিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের।
মার্চে রয়েছে দোলযাত্রা। আর দোলযাত্রাতেও টানা ছুটি থাকছে কর্মীদের। ১৪ মার্চ ছুটি থাকছে, পাশাপাশি ১৫ মার্চও ছুটি থাকছে। তার পরের দিন আবার রবিবার। অর্থাৎ একটানা তিনদিনের ছুটি।
এনআই অ্যাক্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ২ দিন ছুটি। এ ছাড়াও একদিন ছুটি প্রকাশ পরব উপলক্ষে। ফেব্রুয়ারিতে ৩, ৬, ১৪ ও ২৬- মোট চারদিন ছুটি। মার্চে ১৪, ১৫, ২৭, ৩১- চারদিন ছুটি। এপ্রিল মাসে ছুটির সংখ্যা ৬। ১, ১০, ১৪, ১৫, ১৮ ও ১৯ তারিখ ছুটি থাকবে।
মে মাসে ১, ৯, ১২ তারিখ ছুটি। জুন মাসে ৬, ৭, ২৭ ও ৩০ তারিখ ছুটি। জুলাই মাসে কোনও ছুটি নেই, আগস্ট মাসে ৯ ও ১৫ তারিখ ছুটি। সেপ্টেম্বরে ৫, ২৬, ২৭, ২৯, ৩০ তারিখ ছুটি। অক্টোবরে ১, ২, ৩, ৪, ৬, ২০, ২৩, ২৭, ২৮ তারিখ ছুটি। নভেম্বরে ৫ ও ১৫ তারিখ ছুটি, ডিসেম্বরে ছুটি থাকবে শুধুমাত্র ২৫ তারিখ।