পুবের কলম প্রতিবেদকঃ কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে চলে এসেছেন বিরাট কোহলি। তবে বিশ্ব ক্রিেেট তার কদর কিন্তু ক্রমে বেড়েই চলেছে। এই মুহূর্তে কোহলি অস্ট্রেলিয়ায় খেলছেন বর্ডার-গাভাসকর ট্রফিতে। ব্যাট হাতে পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো কিছু করতে না পারলেও বর্তমান সমযে বিশদের সেরা ব্যাটারদের শীর্ষ তালিকায় রাখতে হবে তাকে।
দীর্ঘ কেরিয়ারে ব্যাট হাতে বিরাট যে সব রেকর্ড গড়েছেন, তা ব্যাখ্যা করা কঠিন। যার ফলে তার মতো একজন ভারতীয় ক্রিকেটারের বিশ্বজুড়েই একটা আলাদা ফ্যানবেস রয়েছে। যার জেরে বিশ্বের সর্বত্রে তাকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ ও কৌতূহল চোখে পড়ার মতো। আর সেটাকে মাথায় রেখে কোহলির ভক্তদের জন্য একটা সুখবর নিয়ে এলো সিডনি গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টার। মাত্র ১ লক্ষ ৬৪ হাজার টাকা খরচ করলে যে কেউ পেয়ে যাবেন বিরাট কোহলির অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট।
সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ করা একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে। যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ দিন অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচানেক সোশ্যাল মিডিয়ায় কোহলির অটোগ্রাফ করা সেই ব্যাট হাতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা সবাই দেখছেন, সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেওয়া একটি এমআরএফ ব্যাট রাখা আছে।
যদিও আপনারা চাইলে এটি পেতে পারেন। তবে পেতে হলে এটিকে আপনাদের কিনতে হবে। বিরাটের অটোগ্রাফ করা ব্যাটটি পেতে আপনাদের খরচ করতে হবে ২,৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় অর্থমূল্য প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা)। এই ব্যাটটির হাতল কিছুটা ছোট, তবে বেশ ভারী। এর ওজন খুব সম্ভবত ২.৯ আউন্সের মতো। এর সঙ্গে বোনাস হিসেবে পেয়ে যাবেন কনটেইনার (কাভার)। তাড়াতাড়ি করুন।’
উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর থেকে কোহলি দেশের নামি টায়ার নির্মাণকারী সংস্থা এমআরএফের লোগো লাগানো ব্যাটে খেলে আসছেন।