রাঁচি, ১৩ নভেম্বর: কড়া নিরাপত্তায় সম্পূর্ণ হল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এদিন মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ চলে। সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ৷ চলে বিকেল ৫টা পর্যন্ত৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকাল পাঁচটা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬৫ শতাংশ৷
প্রথম দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্য রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, প্রাক্তন সাংসদ গীতা কোরা, রামেশ্বর ওরাঁও, পূর্ণিমা সাহু দাস, মীরা মুণ্ডা, প্রাক্তন আইপিএস অজয় ও সরযু রায়৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ও প্রাক্তন সাংসদ-সহ মোট ৬৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল আজ৷ এদিকে আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ডে রয়েছে দ্বিতীয় দফার ভোট। সেদিন ৩৮টি আসনে ভোট হবে। ২৩ নভেম্বর জানা যাবে কার দখলে থাকছে মসনদ।