টোকিও: ফের জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের আবহে পার্লামেন্টের এক বিশেষ ভোটে প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন তিনি। পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন।
বলা বাহুল্য, গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। ফলে ইশিবার ভবিষ্যৎ নিয়েও শংকা দেখা দেয়। তবে পার্লামেন্টারি ভোটে উতরে যাওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন তিনি।