পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ থেকেই বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টি বাড়বে। ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দুর্যোগ সব থেকে বেশি। ভারী বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন তাদের সন্ধ্যের মধ্যে ফেরৎ আসার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও আজ হালকা বৃষ্টি শুরু। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ওপরের দিকের জেলাগুলিতে। রাজ্যজুড়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
উল্লেখ্য, সবে মাত্র শেষ হয়েছে দুর্গাপুজো। তবে এখনও আমেজ রয়েছে বাঙালিরর মননে। পুজোর কয়েকটা বেশ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে কলকাতার কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও শহরতলীর থেকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে। এদিকে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।