পুবের কলম ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার কোয়ারান্টাইন পর্ব শেষ হয়েছে মাদক কান্ডে ধৃত আরিয়ান খান ও তার সঙ্গে গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা দের। এরপর তাদের নিয়ে যাওয়া হয়েছে আর্থার রোড জেলের মূল ব্যারাকে। আপাতত শাহরুখ পুত্রের পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।
বলিউড বাদশার ছেলে হলেও কোন বাড়তি সুবিধে মিলছেনা আরিয়ানের। জেলে একজন আসামি কে তার পরিবার সর্বোচ্চ ৪৫০০ টাকা পাঠাতে পারেন। যা দিয়ে তারা জেল ক্যান্টিনের খাবার কিনে খেতে পারেন।শাহরুখ ও গৌরি তাদের বড়ছেলের জন্য এই টাকাই পাঠিয়েছেন যা থেকে কেক, বিস্কুট কিনে পেট ভরাচ্ছেন আরিয়ান। সূত্রের খবর জেলের খাবার মুখে রুচছে না তাঁর।
বৃহস্পতিবারও মেলেনি জামিন। দীর্ঘ সওয়াল-জবাবের পর বিশেষ এনডিপিএস আদালত বৃহস্পতিবার সংরক্ষিত রেখেছে আরিয়ান খানের জামিনের আবেদনের রায়।
দশেরার ছুটির আগামী বুধবার ফের খুলবে আদাত। ততদিন ৯৫৬ নম্বর কয়েদি হিসেবেই কাটাতে হবে আরিয়ানকে।