কুয়ালা লামপুর, ১৯ অক্টোবর: মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১,৭০০ রিঙ্গিত করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১,৫০০ থেকে বাড়িয়ে ১,৭০০ রিঙ্গিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী।
এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব সে বছরের ১ মে থেকে প্রতি মাসে ১,৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।
প্রধানমন্ত্রী ইব্রাহিম বলেন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২,২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের (৩,৩৮০ রিঙ্গিত) ও পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২,৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে মানবসম্পদ মন্ত্রক।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভে (আইপিআর) ২৫০ মিলিয়ন রিংগিত বরাদ্দ করা হবে।’
আনেয়ার জানান, নতুন বাজেটে ৫০ হাজার শ্রমিক উপকৃত হবে। মালয়েশিয়া সরকারের আশা, ২০২৫ সালে অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ প্রসারিত হতে পারে।
read more:হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সউদির টিভি অফিসে হামলা
1 Comment
Pingback: ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান এরদোগানের - PuberKalom.com