পুবের কলম, ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে। এখনই বৃষ্টি থেকে নিস্তার মেলার কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। ফলে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহগুলিতেও বৃষ্টিতে ভিজবে বাংলা।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে
সেটি শক্তি বাড়িয়ে চেন্নাই উপকূলের দিকে রওনা দিয়েছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সপ্তাহে। যেটি ওড়িশা অন্ধ উপকূলে প্রভাব বিস্তার করবে। অপর সুস্পষ্ট দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার এটি আরও শক্তি বাড়াবে, এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে চেন্নাইয়ের কাছাকাছি কোনও জায়গায়। উত্তর বাংলাদেশের দিকেও একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে।
Read more: স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি, নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী
ফলে বর্ষা বিদায় নিলেও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার দিকে উপকূলের দিকে এগিয়ে আসবে।
2 Comments
Pingback: মধ্যপ্রাচ্যে সংঘাত: 'নরপিশাচ' নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ’র ড্রোন হামলা - PuberKalom.com
Pingback: গাজার শরণার্থী শিবিরে বিমান হানা, লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ২,৫০০