পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীকে ফের আলোচনায় বসার প্রস্তাব বিক্ষোভকারীদের। সোমবার বিকেল ৫ টাই নবান্নে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সময় দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেণ, তোমাদের অনশণ তুলতে অনুরোধ করছি। আলোচনায় বসো। নিজেদের সাধ্যমতো চেষ্টা করছি। সব দাবি পূরণ করবো। তবে ৩-৪ মাস সময় দাও। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও। সবাই বিচার চাই।
তিনি আরও বলেন, আমিও বিচার চাই। সাধারণ মানুষ বিচার চাই। কিন্তু হাসপাতালে কর্মবিরতির জেরে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। তারা কোথায় যাবে। আদালতে মামলা চলছে। বিচার মিলবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, আন্দোলনকারীদের তরফে ১০ জনের বেশি প্রতিনিধি যেন নবান্নে না যান।