পুবের কলম ওয়েবডেস্কঃ নাম না করেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফের তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজীবের দেওয়া পরামর্শকেই ইঙ্গিত করেন দিলীপৎবৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় বিজেপি রাজ্য সভাপতি বলেন ‘কিছু কিছু লোক আছেন যারা ঠিক করতে পারছেন না কোথায় যাবেন, কী করবেন? উনি তো দলের কোনও পদাধিকারী নন।’ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে তবে কি রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ধরে রাখার চেষ্টায় ইতি টানল বঙ্গ বিজেপি।
উল্লেখ্য, গতকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীকে নাম না করে কড়া ভাষায় সমালোচনা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, ‘বিরোধী নেতাকে বলব…. যার নেতৃত্বে ও যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মুখ্যমন্ত্রী অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’