পুবের কলম ওয়েব ডেস্ক: নির্বাচন শুরু থেকে ফল ঘোষণা, এমনকি এখনও পর্যন্ত কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এদিন বাজেট পেশেও সেই কথা শোনা গেল। বাজেট বক্তৃতার ২ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে সেকথা। বাজেট পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বাজেট বক্তৃতায় লেখা হয়েছে, “দুর্ভাগ্যক্রমে আমাদের রাজ্যে এত দফা নির্বাচনী ২০২১-এর মার্চ মাসে কোভিড নাইটিনের দ্বিতীয় ঢেউ ভীষণভাবে ছড়িয়ে পড়ে। মানুষের জীবনহানি কমানোর লক্ষ্যে নির্বাচনী দফা কমানোর আমাদের আবেদন কর্ণপাত করা হয়নি। আমাদের এই অনুরোধ যদি গৃহীত হত তাহলে বেশ কিছু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো”। অনেকের মতে, সেকেন্ড ওয়েভে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলতে চেয়েছে।
নির্বাচন শুরু থেকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের শুরু থেকেই নির্বাচন কমিশনকে বার বার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসসের নেতৃত্বরা। বাংলায় আট দফা ভোট কেন করা হবে এই নিয়ে বার বার সরব হয়েছেন মমতা। পাশাপাশি বাংলায় করোনার সেকেন্ড ওয়েভের জন্যও নির্বাচন কমিশনকেই দায়ী করেন তিনি। কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।