পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে বিধান গঠনের জন্য রাজ্য সরকারের আনা প্রস্তাবের ওপর আলোচনা চলছে বিধানসভায়। বিজেপি বিধান পরিষদ আলোচনার প্রাথমিক পর্বেই বিধান পরিষদ গঠনের তীব্র বিরোধিতা করছে বিজেপি। বিজেপির বক্তব্য, এতে তাদের বক্তব্য এর ফলে সরকারের খরচের বোঝা বাড়বে। সরকার সব সময় আর্থিক সংকটের কথা বলে থাকে, তাহলে আবার খরচ বাড়ানো হচ্ছে কেন? বিধান পরিষদের কোন কাজে আসবে না। আলোচনার শুরুতে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিহার উত্তর প্রদেশ বিধান পরিষদ রয়েছে। বিধান পরিষদ দেশের আইনসভা আসলে রাজ্যে বিধান পরিষদ গঠন করা যায়। তিনি আরও বলেন, ভারতের সংবিধানে ১৭০ নম্বর ধারায় বলা হয়েছে বিধান পরিষদ গঠন করে রাজ্যের সামগ্রিক উন্নয়ন সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ বিধান পরিষদ গঠন হয়। তাকে জবাবে শুভেন্দু অধিকারী বলেন, আমরা বিধান পরিষদ নিয়ে বিরোধিতা করছি।আপনারা জানেন পরিষদীয় দল আমাদের স্পষ্ট আমাদের অবস্থান স্পষ্ট করেছে। বিজেপির শংকর ঘোষ বলেন দেশের তেইশটি রাজ্যে এখনও বিধান পরিষদ গঠন হয়নি। বিধানসভায় সিভিক সোসাইটির কথা বলেছেন সুব্রত মুখোপাধ্যায় শুধু ৬ টি রাজ্যে বিধান পরিষদ কেন কেন বাতি রাজ্যে হয়নি সুব্রত মুখোপাধ্যায় বলেননি। রাজ্য বিধানসভায় বিভিন্ন পেশার মানুষকে জনপ্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছে তাদের কি সত্যিই জনগণের কথা এখানে বলার স্বাধীনতা আছে? আর যে বিল নিয়ে আলোচনা চলছে শংকর রায় এনিয়ে এগিয়েও পিছিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা। প্রস্তাবের বিরোধিতা করেন সংযুক্ত মোর্চার নওশাদ সিদ্দিকী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার সময় রাজ্যের ঋণের বোঝা ছিল দু লক্ষ কোটি টাকা আজ সেই ঋণের বোঝা কয়েকগুণ বেড়ে গেছে বিধান পরিষদ গঠন করা মানে হাতি পোষা। এই নিয়ে বিতর্ক তুঙ্গে ।
ব্রেকিং
- দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ছেদ, কারণ নিয়ে মুখ খুললেন স্ত্রী সায়রা
- ‘জেনোসাইড-ফ্রি’ গাজা কোলার ব্যাপক আলোড়ন লন্ডনে
- ‘এক দেশ, এক দলের’ দিকে এগোচ্ছে ভারত: উদ্ধব ঠাকরে
- উল্টোডাঙায় বিধ্বংসী আগুন
- সম্ভলের মসজিদ নাকি হরিহর মন্দির? ২৯ তারিখে জমা পড়বে সমীক্ষার রিপোর্ট
- বার্সেলোনায় ফিরছেন মেসি
- ১ লক্ষ ৬৪ হাজায় টাকায় কেনা যাবে কোহলির ব্যাট
- আমার স্ত্রীর চেয়েও তাড়াতাড়ি পিচের মুড বদল: ইরফান পাঠান
- ‘আমরা কি মানুষ না’ ইসরাইলি তাণ্ডবে ক্ষোভ উগড়ে দিলেন বৈরুতবাসীরা
- আগ্রাসন ছেড়ে যশস্বী রাহুলে টেস্ট ক্রিকেটে ফিরল ভারত
- গবেষণা করে অধ্যাপনার কাজে নিযুক্ত হতে চান সাইনাজ ফারজানা কাজী
- পাকিস্তানকে হতাশ করে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পথে আইসিসি!