পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভার অধিবেশনে মমতা-শুভেন্দু আক্রমণে সরগরম। প্ৰথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর আক্রমণ। তারপর স্পিকারের বক্তব্যে বিজেপির ওয়াকআউট এবং সেসবের পর শুভেন্দুকে নিশানা করে চাঁচাছোলা বক্তব্য।
এদিন অধিবেশনে বিরোধী দলনেতা বলতে উঠে বিধানসভায় ভোট নিয়ে কিছু মন্তব্য করেন যা অসংসদীয় বলে স্পিকার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ল্যাজ কাটা হনুর মতো ঘুরে বেড়াচ্ছে। কথার কোনও সৌজন্য নেই ওদের। মাননীয় রাজ্যপাল মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি,আর যারা তাকে ভাষণটা পড়তে দিল না, তারা আজ এখানে আমি কত বড় প্রমাণ করতে এসেছে।”উত্তরবঙ্গ বঞ্চিত বলে দাবি করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন “উত্তরবঙ্গে আগে কি ছিল? এখন সব হয়েছে। কোচবিহারেও সব হয়েছে কোনটা বাকি আছে? একটা কিচ্ছু বাকি নেই। উত্তরবঙ্গ ভাগ করার চেষ্টা চলবে না। বাংলা ভাগ করতে দিচ্ছি না, দেব না। “