পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে এবার পালন করা হবে ‘খেলা হবে দিবস’। বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সাধারণ মানুষ খেলা হবেতে উৎসাহ প্রকাশ করেছেন। তাই আমাদের এবার থেকে ‘খেলা হবে দিবস’ পালন করা হবে। খেলা হবে স্লোগান প্রথম তুলেছিলেন বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ শামিম ওসমান। তারপর তা এবার এপার বাংলায় ছড়িয়ে পড়ে। তবে এখানে প্রথম শোনা গিয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে। তিনি বলেছিলেন, ‘খেলা হবে। ভয়ানক খেলা হবে’। এই মাটিতেই খেলা হবে।
২০২১-এ বাংলায় বিধানসভা ভোটে হিট স্লোগান ছিলো খেলা হবে। প্রথমে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন সভা-সমাবেশে খেলা হবে স্লোগানটি তোলা হয়েছিল। উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়েই প্রশ্ন তুলতেন, ‘কী খেলা হবে তো’? এরই মধ্যে খেলা হবে স্লোগানকে জনপ্রিয় করে তোলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। গানের মাধ্যমে বিজেপিকে আক্রমণ করেন তিনি। পাল্টা বিজেপির তরফেও খেলা হবে স্লোগান দেওয়া হয় বিভিন্ন সভা সমাবেশ থেকে।