পুবের কলম, ওয়েবডেস্ক: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ রাজ্যের লিখে দেওয়া বলে উল্লেখ করে তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু বলেন, রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন তাতে রাজ্যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ভোট পরবর্তী হিংসার কোনও উল্লেখ রাজ্যপালের ভাষণে ছিল না। এতে রাজ্যেপালের কোনও দোষ নেই। রাজ্যের লিখে দেওয়া ভাষণ পড়েছেন রাজ্যপাল। একরকম পড়তে বাধ্য হয়েছেন। শুভেন্দু এদিন আরো বলেন, যদি ভাষণে লেখা থাকত, ভোট পরবর্তী হিংসা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে আমরা কিছু বলতাম না। তবে রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন আমরা তার বিরোধী।
শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জবাব চাই। ভ্যাকসিন দুর্নীতি নিয়েও আমাদের জবাব দিতে হবে। আমাদের আন্দোলন প্রতিবাদ চলবে।
শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়। পুরো বাজেট পড়েননি রাজ্যপাল জগদীপ ধনকর। ৪ মিনিটেই ভাষণ শেষ করেন তিনি। বিক্ষোভের মধ্যেই ভাষণ দেওয়া শেষ করেন তিনি। রাজ্যপালের ভাষণ শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।