পুবের কলম প্রতিবেদক: বিধানসভা ভোটে জেতার পরে আত্মতুষ্টির পথে হাঁটতে চায়না তৃণমূল। ২০২৪–এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আগামী দিনে মাঠে ময়দানে লড়াইয়ে নামতে প্রস্তুত ছাত্র–যুবরা। একদিকে ‘বাংলার যুবরাজ‘ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে এবার নতুন গান বেঁধেছে তৃণমূল।
মূলত– অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিধানসভা ভোটে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন– সেটিই তুলে আনা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের গানে। দলীয় ছাত্র–যুব সংগঠনকে মজবুত করতেই এই পরিকল্পনা জোড়াফুল শিবিরের। সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই গান। সাধারণ মানুষের কাছে পৌঁছতে তৈরি করা হচ্ছে কলার টিউন এবং রিংটোন। এই গানটি গেয়েছেন কেশব দে। গানের কথায় অভিষেক বন্দোপাধ্যায়কে– গরিবের ভগবান– সবুজ সেনার সেনাপতি হিসাবে তুলে ধরা হয়েছে। ৪ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো অ্যালবামে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভার ছবি। কোথাও ঘূর্ণিঝড় ইয়াসের পরে– কখনও আবার বজ্রপাতের ঘটনার জেরে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়ি যাওয়ার ভিডিয়োর অংশ তুলে ধরা হয়েছে ওই ভিডিয়ো অ্যালবামে। ‘বাংলার যুবরাজ অভিষেক‘ নামে প্রস্তুত এই অ্যালবামের গানটি লিখেছেন বাদল পাল। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এ সম্পর্কে বলেন– ইতিমধ্যেই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে গানটা রিলিজ করে দেওয়া হয়েছে। এমনকী রিংটোন– কলার টিউন অবধি করা যাবে। তৃণাঙ্কুর আরও বলেন– যুবশক্তিকে চাঙ্গা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডাক দিয়েছেন। ভোটের সময় সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি যেভাবে এগিয়ে গিয়েছেন এটা উদ্ধুদ্ধ করে আমাদের দলের ছাত্র– যুবদের। তাই লড়াই করার মানসিকতা বজায় রাখার জন্যই এই নয়া গান।
আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির আইটি সেলের মোকাবিলায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বাড়াচ্ছে তৃণমূল। নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া যোদ্ধা। জেলাভিত্তিক তৈরি করা হচ্ছে এই টিম। দল থেকেই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। দলের মুখপাত্র সুদীপ রাহা জানিয়েছেন– আমাদের বিজেপির মতো পেড সোশ্যাল মিডিয়া ওয়ার্কার নেই। আমাদের সকলেই দিদিকে ভালোবেসে এই কাজ করেন। সেই কাজ আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে আমরা সক্রিয় সোশ্যাল মিডিয়া সৈনিক তৈরি করছি।