পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পর পর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এর পর ডিভিসি’র জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের জেলাগুলিতে। আগাম না জানিয়ে জল ছাড়া নিয়ে ইতিমধ্যেই ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ফের দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির আগাম সতর্কতা এখন নেই। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
মুর্শিদাবাদ, বীরভূমে দু’ এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আসতে আসতে কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা নেই। এদিকে নিম্নচাপও তার শক্তি ক্ষয় করেছে। ফলে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুও বিদায় নিতে পারে।