কলকাতাMonday, 4 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বামেদের হার নিয়ে আগে থেকেই নাকি নিশ্চিত ছিলেন বিমান বসু!

mtik
October 4, 2021 7:47 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক  ভবানীপুর কেন্দ্রে জিত নিয়ে আত্মবিশ্বাসী বলে ভোটের আগে জানিয়েছেন ওই কেন্দ্রের বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাস। কিন্তু ভোটের পর সিপিএমের মুখে শোনা গেল  উলটপুরাণ। ভবানীপুরে ভোটের ফল খারাপ হবে তা নাকি আগের থেকেই জানতেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। অকপটে একথা স্বীকারও করে নেন বামেদের এই প্রবীণ নেতা। কিন্তু এই হারের পেছনে ঠিক কোন  কারণ দায়ী তা অবশ্য তিনি জানেন না বলেই দাবি করেছেন বিমান বসু।

সোনারপুর রাজপুরের রবীন্দ্রভবনে  দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন বিমান  বসু। সেখানে তিনি বলেন– ’একথা ঠিক কিছু মানুষ ভোট দেয়নি ভবানীপুরে। কেন দিল না জানি না সেটা। তবে ফল যা হওয়ার ছিল তাইই হয়েছে। ব্যতিক্রমী রেজাল্ট হবে বলে মনে করিনি। ভোটের হার বিশাল  বাড়বে এটাও ভাবিনি। আর অন্যান্য জায়গায় ভোট ভালোই হয়েছে। সেখানেও যা হওয়ার তাই হয়েছে।’

বিমান বসুর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই খোরাক হতে শুরু করেছে বিভিন্ন মহলে। বাম বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন– নিজেদের সিদ্ধান্ত ভুল ছিল তা সবসময় হারের পরেই কেন বোঝে বামেরা।এর আগেও বিভিন্ন সময়ে নির্বাচনের পর নিজেদের একাধিক সিদ্ধান্ত ভুল ছিল বলে অকপটে স্বীকার করে নিতে দেখা গেছে বাম নেতাদের।

উল্লেখ্য– বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় সিপিএমের। বাম শূন্য হয়ে যায় বিধানসভা। উপনির্বাচনেও বামেদের সেই হারের রেকর্ড বজায় থাকলো।