পুবের কলম, ওয়েবডেস্ক: সাইবার প্রতারণা ও অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি স্প্যাম কল মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এবার থেকে যে কোনও ধরণের সাইবার প্রতারণা এবং স্প্যাম কল আসলে মন্ত্রককে জানাতে পারবে গ্রাহকরা। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। ইতিমধ্যে আইটি মন্ত্রকের তরফে দুটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ‘চক্ষু’ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। তাতে মূলত সন্দেহজনক বার্তা, নম্বর এবং ফিশিং সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। অপরটি ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’। এর মাধ্যমে ব্যাংক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অন্যান্য সংস্থাগুলিকে সাইবার অপরাধীদের সম্পর্কে তথ্য আদান-প্রদান করতে সহায়তা করবে।
সোমবার ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এবং চক্ষু চালু করেছে মন্ত্রক। দুটি নয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা রুখতে যথেষ্ট সাহায্য করবে বলেই আশাবাদী সরকার। ইতিমধ্যে এই নয়া উদ্যোগ ১,০০০ কোটি টাকারও বেশি জালিয়াতি রোধ করেছে। আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য নাগরিকদের সন্দেহজনক জালিয়াতির বিষয়ে সক্রিয়ভাবে রিপোর্ট করতে পারবে। এই দুটি প্ল্যাটফর্ম সাইবার জালিয়াতি সনাক্ত করার গতিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। আমরা জাল আন্তর্জাতিক কলগুলিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেছি, যা সাম্প্রতিক সময়ে একটি হুমকি হয়ে উঠেছে।